মালদা জেলায় হু হু করে প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। যা শহরের মধ্যেও আক্রান্তের সংখ্যা বাড়ছে। এমত অবস্থায় জরুরি ভিত্তিতে রবিবার জেলা প্রশাসনিক ভবনে রুদ্ধদ্বার বৈঠক করলেন জেলাশাসক। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় সবজি বাজার ও অন্যান্য বাজারের ক্ষেত্রে নিয়ন্ত্রণ করা হবে। অবৈধভাবে জটলা ক্ষেত্রে কড়া পদক্ষেপ নিতে চলেছে জেলা পুলিশ প্রশাসন। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ইংরেজবাজার ও পুরাতন মালদা পৌরসভা, মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স সহ জেলার প্রশাসনিক আধিকারিকরা।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এতদিন জেলার হরিশচন্দ্রপুর চাঁচোল,রতুয়া,গাজল কালিয়াচক,সুজাপুর এলাকাতে করোণা আক্রান্ত হতে দেখা গিয়েছে। সম্প্রতি করোনা সংক্রমণ শহরের মধ্যে ছড়াতে শুরু করেছে। ইংরেজবাজার শহরের কৃষ্ণপল্লি,মালঞ্চপল্লী,বালুচর, মহেশমাটি,হায়দারপুর অন্যদিকে পুরাতন মালদার বাচামারি,খয়হাট্টা, মহানন্দা কলোনি সহ একাধিক এলাকায় আক্রান্ত হয়েছে। যদিও তাদের চিকিৎসা চলছে মালদার কোভিড হাসপাতালে। এমত অবস্থায় জেলা প্রশাসন দুই পৌরসভা ও মালদার ব্যবসায়ী সমিতিকে নিয়ে জরুরি ভিত্তিতে বৈঠক করলেন।
ইংরেজবাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান দুলাল সরকার বলেন, গ্রামের পর শহরের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে।সেই দিকে নজর রেখেই এদিনের বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয় সবজি বাজার ও অন্যান্য বাজার নিয়ন্ত্রণ করা হবে। পাশাপাশি শহরে মানুষজন চলাচলের ক্ষেত্রে ও নিয়ন্ত্রণ করবে প্রশাসন।এই সিদ্ধান্তে সহমত দেখিয়েছে ব্যবসায়ী সমিতি।
জেলাশাসক রাজর্ষী মিত্র বলেন, এই জরুরী অবস্থায় সবজি বাজার সকাল ৬টা থেকে ১১ টা পর্যন্ত খোলা রাখা হবে। অন্যান্য বাজার বিকেল তিনটে পর্যন্ত খোলা থাকবে। পাশাপাশি অবৈধভাবে জটলা ও আড্ডা দেওয়া যাবে না। সে ক্ষেত্রে পুলিশ প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।