July 27, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

করোনা যোদ্ধা ও কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করলো মালদা জেলা পরিষদ

মালদা ঃ মালদা জেলার মানিকচক বিধানসভার অন্তর্গত করোনা যোদ্ধা ও কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করলো মালদা জেলা পরিষদ। বৃহস্পতিবার এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় মানিকচক ব্লক কমিউনিটি হলে।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মন্ডল, মালদা জেলার অতিরিক্ত জেলা শাসক বিকাশ সাহা মানিকচক ব্লক জয়েন্ট বিডিও রমেশ মন্ডল মানিকচক ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ হেম নারায়ণ ঝা ,মানিকচক থানার ওসি গৌতম চৌধুরী, ভুতনি থানার ওসি সায়মন লেপচা, মানিকচক গ্রামীণ হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান বিশ্বজিৎ মন্ডল ,মিল্কি গ্রামীণ হাসপাতালে স্বাস্থ্য আধিকারিক, শিক্ষক আব্বাস আলী ,সুনন্দ মজুমদার, মোয়াজ্জেম হোসেন, প্রাক্তন প্রধান শিক্ষক আজিজুর রহমান,
সমাজসেবী অশোকা চৌধুরী মন্ডল, কল্যাণ মন্ডল সহ সমস্ত পুলিশ অফিসাররা, হাসপাতালে ডাক্তার নার্স এবং মানিকচক বিধানসভার অন্তর্গত সমস্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে স্কুলের প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারকারী পড়ুয়ার । এদিন ব্লক কমিটি হলে করোনা যোদ্ধা পুলিশ অফিসার ,ডাক্তার ,নার্সদের ফুলের তোড়া ,মোমেন্ট উত্তরীয়,মিষ্টি দিয়ে সংবর্ধনা যাপন করেন জেলা পরিষদ সভাধিপতি গৌড় চন্দ্র মন্ডল। পাশাপাশি মানিকচক বিধানসভার অন্তর্গত সমস্ত মেধাবী ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতে উৎসাহিত করতে তাদের ডাইরি, কলম ,মাক্স ,স্যানিটাইজার ফুলের তোড়া উত্তরীয় দিয়ে সংবর্ধনা যাপন করা হয় জেলা পরিষদের পক্ষ থেকে।
এই বিষয়ে গৌর বাবু বলেন
মাননীয় মুখ্যমন্ত্রী দিনরাত এক করে রাজ্যবাসীর জন্য করোনার সাথে লড়াই করে চলেছ। সবসময় আমাদের পাশে আজে রাজ্য সরকার ।
করোনা কে হারিয়ে সবাইকে বেঁচে থেকে চলতে হবে। করোনা কে ভয় পেলে হবে না তার মোকাবিলা করতে হবে আমাদের কে। স্বাস্থ্যবিধি ,প্রশাসনের নির্দেশিকা মেনে চললেই আমরা করোনা কে হারাতে পারবো। তাই আজ আমরা মালদা জেলা পরিষদের পক্ষ থেকে মানিকচক বিধানসভা অন্তর্গত করোনা যোদ্ধাদের সম্মানিত করলাম। পাশাপাশি মেধাবী ছাত্রছাত্রীকে মালদা জেলা পরিষদ থেকে সংবর্ধনা যাপন করলো।
আর্থিক ভাবে পিছিয়ে পরা পড়ুয়াদের যা সম্ভব সাহায্য আমারা করবো মালদা জেলা পরিষদের পক্ষ থেকে।