December 21, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

করোনা যুদ্ধে এবার শামিল হলেন প্রিয়াঙ্কার মা মধু চোপরা

করোনা মোকাবিলায় গোটা দেশ জুড়ে চলছে লকডাউন। আর এই লকডাউনে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে অনেক তাবড় তাবড় অভিনেতা-অভিনেত্রীরা অর্থ দান করেছেন। সেরকমই বলিউডের একজন বিখ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তিনি শুধু অর্থ দান নয় অনেক রকম ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এবার করোনা যুদ্ধে শামিল হলেন প্রিয়াঙ্কার মা মধু চোপড়া। সম্প্রতি প্রকাশ পাওয়া খবর অনুজায়ী ঝাড়খণ্ডের প্রত্যন্ত এলাকার একটি গ্রামে ২৪টি ঘরের একটি বসতি রয়েছে। ওই ২৪টি বাড়িতে মাস্ত, ডেটল সাবান ও অন্যান্য সানিটারি জিনিসপত্র দিয়ে সাহায্য করছেন মধু চোপড়া। এর পাশাপাশি ৫০০ গ্রাম সরষের তেল, নুন ও ১০ প্যাকেট মারি গোল্ড বিস্কুটও দেওয়া হয়েছে পরিবার পিছু। তবে শুধু ওই ২৪টি পরিবারকেই যে তাঁরা সাহায্য করেছেন এমন নয়। খারকই রিভার বেড এলাকা-সহ বেশ কয়েকটি ছোট ছোট বসতিতেও প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে সাহায্য করেছেন তিনি। তবে তাঁদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা। বলা ভালো নেটিজনেরা।