করোনা মোকাবিলায় কড়া পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। আর এই আতঙ্ক ছরিয়েছে সেলেব মহলেও। বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় সতর্কতামূলক ভিডিয়ো পোস্ট করছেন তারকারা। আর এবার সেই তালিকায় যোগ দিলেন স্বয়ং বলিউডের কিং খান।
করোনার সংক্রম থেকে দূরে থাকতে বাড়ির মধ্যে নিজের আইসোলেশন করে রাখাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আর সেই কথা জানিয়ে টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করেছেন শাহরুখ খান। ইন্সটাগ্রামেও সেই ভিডিয়ো পোস্ট করেছেন তিনি। ভিডিয়োতে তিনি দেসবাসীর উদ্দেশ্যে বলেছেন, ‘মানুষের কাছে আমার আন্তরিক আবেদন, পাবলিক প্লেস থেকে দূরে থাকুন ও ট্রেন বা বাসে করে যাতায়াত করা এড়িয়ে চলুন। খুব প্রয়োজন না পড়লে বাড়ির বাইরে বের হবেন না।
আগামী ১০-১৫দিন দেশের জন্য অত্যন্ত কঠিন সময়। করোনা মোকাবিলায় সরকার ও নাগরিক একসঙ্গে একত্র হয়ে কাজ করাটাই শ্রেয়। আবারও আমার বিনীত অনুরোধ, অনুগ্রহ করে আতঙ্কিত হবে না, সতর্ক থাকুন।’