করোনা ভাইরাসের আতঙ্কে গোটা দুনিয়া। এবার সেই করোনা মোকাবিলায় প্রস্তুতি খতিয়ে দেখতে রবিবার কলকাতায় আসছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দল। বিমানবন্দরের পাশাপাশি পার্শ্ববর্তী হাসপাতালের পরিকাঠামোও খতিয়ে দেখবে ওই বিশেষজ্ঞ দল। এছাড়াও নেপাল সীমান্তে বিশেষ চেকপোস্ট খুলল স্বাস্থ্য দফতর। করোনা ভাইরাস আতঙ্ক নিয়ে পশ্চিমবঙ্গ সহ ৭ রাজ্যে বিশেষ নজরদারী করা হচ্ছে। জানা গিয়েছে, চিন, হংকং, ভিয়েতনামের মতো দেশ থেকে আসা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে বিমানবন্দরেই। কলকাতা বিমানবন্দরে এ ধরণের রোগী শনাক্ত হলে বেলেঘাটা আইডিতে নিয়ে আসা হবে। এই সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখবে স্বাস্থ্যমন্ত্রকের বিশেষজ্ঞ দল। কারোনা ভাইরাসে আক্রান্ত রোগীর কি কি উপসর্গ দেখে বোঝা যাবে এবং উপসর্গ ধরা পড়লে কী করতে হবে, সে বিষয় নির্দেশিকা দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। উত্তরবঙ্গ মেডিক্যালে খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড। সূএের খবর, চিনের পর করোনা নিয়ে এবার জরুরি অবস্থা ঘোষণা করেছে হংকং।