নিজস্ব প্রতিবেদনঃ গোটা বিশ্বে করোনা আরও ভয়াবহ ভাবে ছড়াচ্ছে। ক্রমশই বাড়ছে দেশে মৃত্যুর সংখ্যা। আক্রান্তের সংখ্যাও বেড়ে চলেছে। দেশ জুড়ে চলছে লকডাউন। এই পরিস্থিতিতে করোনা মোকাবিলায় নয়া উদ্যোগ নিলেন বলিউড অভিনেতা হৃতিক রোশন। সূত্রের খবর, লকডাউন পরিস্থিতিতে অনেকেই এখন অর্থ সংকটে ভুগছেন। কারও বাড়িতে চাল-ডাল তথা অত্যাবশকীয় সামগ্রী নেই। কারও কাছে বা অর্থ থাকলেও বয়সের ভারে রাস্তায় বেরতে পারছেন না প্রয়োজনীয় জিনিস ক্রয় করার জন্য। এই সমস্থ মানুষদের কথা মাথায় রেখে সর্বপরি কাউকে যেন অভুক্ত থেকে পেটে খিদে নিয়ে রাতে ঘুমোতে যেতে না হয়, সেই ভাবনা থেকেই ১.২ লক্ষ মানুষের খাবারের দায়িত্ব নিলেন অভিনেতা। এই সব মানুষগুলির জন্য ‘অক্ষয় পাত্র ফাউন্ডেশন’ নামে এক স্বেচ্ছাসেবী সংস্থার তহবিলে অনুদানের ভার নিয়েছেন হৃতিক রোশন। এই সংস্থার তরফে রান্না করা পুষ্টিসমৃদ্ধ খাবার পৌঁছে দেওয়া হবে একাধিক বৃদ্ধাশ্রমের মানুষদের কাছে। উল্লেখ্য, দিন কয়েক আগেই বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের কর্মীদের মাস্ক কিনে দিয়ে সাহায্য করেছিলেন অভিনেতা। এবার ‘অক্ষয় পাত্র ফাউন্ডেশন’ নামে স্বেচ্ছাসেবী সংস্থার তহবিলে টাকা দান করলেন যাতে লকডাউন পরিস্থিতিতে দিন আনা দিন খাওয়া মানুষরা দুবেলা পেট ভরে খেতে পারে।