করোনা নিয়ে সব রকম পরিস্থিতির মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে জেলা স্বাস্থ্য দফতরের সমস্ত কর্মীদের ১৫ এপ্রিল পর্যন্ত ছুটি বাতিল করল দক্ষিন দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তর। পাশাপাশি করোনার বিষয়ে জেলাবাসির যাবতীয় সাহায্যের জন্য ৭৪৭৭৭৮৬৪৯৭ ফোন নম্বর সহ হেল্প লাইন সহ ২৪ ঘন্টার কন্ট্রোল রুম খুলল জেলা স্বাস্থ্য দফতর। এছাড়াও আগামী কাল থেকে জেলার সমস্ত স্বাস্থ্য কেন্দ্র ও হাসপাতালের বর্হিবিভাগে সর্দি কাশি জ্বর নিয়ে চিকিৎসার জন্য আসা রোগীদের জন্য আলাদা লাইনের মধ্যমে দেখানোর ব্যবস্থ্যার নির্দেশ দিয়েছে জেলা স্বাস্থ্য দফতর। জেলা স্বাস্থ্য দফতর সুত্রে আরও জানা গেছে, যেহেতু ভারতে করোনার প্রকোপ এই বার তিন সপ্তাহে পড়তে চলেছে এবং এই ভাইরাসের প্রকোপ এই তিন সপ্তাহেই পিক ফর্ম হয় বলে অনান্য দেশের ক্ষেত্রে দেখা গেছে। সেদিকে লক্ষ রেখেই এদেশে যাতে ব্যাপক আকার না ছড়ায়। তার জন্য আগে থেকেই সাবধানতা অবলম্বনের জন্য এই ব্যবস্থ্যা নেওয়ার নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দফতর। অপরদিকে নোভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমন ছড়িয়ে পড়া রুখতে আগামীকাল থেকে রাজ্যের পাশাপাশি দক্ষিন দিনাজপুর জেলাতেও সিনেমা হল গুলি বন্ধের নির্দেশ জারি করা হয়েছে। শুধু তাই নয় যাবতীয় সোশ্যাল জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। এমনকি বিয়ে বা ধর্মীয় কোন অনুষ্ঠান যাতে সিমিত সংখ্যক মানুষজনকে নিয়ে করা হয় তার জন্যও জনসাধারনকে অনুরোধ জানানো হয়েছে। এর পাশাপাশি এই অনুরোধের বা সরকারি নির্দেশের ইচ্ছে বা অনিচ্ছাতে কেউ বা কোন সংগঠন বা কোন ধর্মীয় প্রতিষ্ঠান উপেক্ষা করার চেষ্টা চালায় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ধারার আইন মোতাবেক মামলায় আটক করার নির্দেশ দেওয়ার ক্ষমতা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, ব্লক স্বাস্থ্য আধিকারিক, মহুকুমা শাসক ও জেলা শাসকের হাতে তুলে দেওয়া হয়েছে এক সরকারি নির্দেশিকায়।