December 21, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

করোনা মোকাবিলায় লক ডাউনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিল স্পেন সরকার

চিনা করোনা ভাইরাসের গ্রাসে ক্রমশ বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা | তার সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যাও | বিশ্বের প্রত্যেকটি দেশই করাল করোনার গ্রাসে | তারমধ্যে স্পেনে এখনো পর্যন্ত করোনার হদিস মিলেছে 1 লক্ষ 24 হাজার 744 জনের শরীরে | তার মধ্যে মৃত্যু হয়েছে 11 হাজার মানুষের | লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে এই সংখ্যাটা | এই পরিস্থিতিতে ফের লকডাউনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিল স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ | তিনি জানান, করোনা রুখতে আগামী 25 এপ্রিল পর্যন্ত বাড়ানো হলো লকডাউনের সময়সীমা | আন্তর্জাতিক সংস্থা সূত্রে জানা গিয়েছে, গত 24 ঘন্টায় স্পেনে নতুন করে আরো 5 হাজারের বেশি মানুষের শরীরে কোভিড19 এর হদিস মিলেছে | তারমধ্যে জানা গেছে, 809 জন প্রাণ হারিয়েছেন | এখনো পর্যন্ত করোনা সংক্রমণের দিক থেকে তালিকার শীর্ষে অবস্থান করছে আমেরিকা | এবং মৃত্যুর সংখ্যার দিক থেকে শীর্ষে রয়েছেন ইতালি | ইতালি ঠিক পরে রয়েছে স্পেন | সেখানে লাফিয়ে লাফিয়ে মৃত্যুর সংখ্যা ও আক্রান্ত সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য পরিসেবা ভেঙে পড়ছে | ফলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে স্পেন সরকার লকডাউনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন |