সম্প্রতি করোনা ভাইরাসের থাবায় চিনে মৃত্যুর সংখ্যা হু হু করে বাড়ছে। দেশ জুড়ে ছড়িয়ে পড়ছে সংক্রমণও। এই পরিস্থিতিতে ফের করোনা ভাইরাসে আক্রান্ত এক ভারতীয়। চিন থেকে বিশেষ বিমানে দেশে ফিরে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। পাশাপাশি, চিন থেকে ফেরা নৈহাটির এক বাসিন্দাকেও একই হাসপাতালে ভরতি করা হয়েছে। তাঁদের আইসোলেশন ওয়ার্ডে রেখে তাঁদের শারীরিক পরীক্ষা হবে বলে খবর। সূত্রের খবর, দক্ষিণ কলকাতার গাঙ্গুলিবাগানের ওই যুবক গত মাসে কাজের সূত্রে চিনে গিয়েছিলেন। একইভাবে স্বাস্থ্য দপ্তরের পরামর্শে বেলেঘাটা আইডি হাসপাতালে ভরতি হয়েছেন চিন ফেরত নৈহাটির এক বাসিন্দা। উভয়েরই রক্তের নমুনা পাঠানো হয়েছে পুণের ইনস্টিটিউট অফ ভাইরোলজির ল্যাবে। সেখান থেকে আসা রিপোর্টের উপর ভিত্তি করে চিকিৎসা চলবে বলে জানা গিয়েছে।