December 26, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় পুনরায় লক ডাউন করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব মেদিনীপুর জেলার তাম্রলিপ্ত পৌরসভা

নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:- লক ডাউন কিছুটা শিথিল হলেও মহামারী ভাইরাসের থাবা গভীরতর হচ্ছে রাজ্যে, বাড়ছে আক্রান্ত সংখ্যা, ইতিমধ্যেই রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে যে সব এলাকায় আক্রান্তের ছবি উঠে এসেছে সেই সব এলাকা গুলোকে পুনরায় লক ডাউন করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রশাসনের তরফ থেকে, পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে তাম্রলিপ্ত পৌরসভা ও জেলা প্রশাসনের নির্দেশ মতো শুক্রবার থেকে পৌরসভার এলাকায় সকাল দশটার পর লকডাউন শুরু হল। শুক্রবার দশটার পর তমলুক থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক জলেশ্বর তিওয়ারির নেতৃত্বে বিশাল পুলিশ লক ডাউন সফল করতে রাস্তায় নামেন। নতুন করে লকডাউনে খুব কড়াকড়ি না হলে সাধারণ মানুষকে লক ডাউন মেনে চলার জন্য অনুরোধ করেন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। যদি মাস্ক না পরা মানুষকে মহামারী ভাইরাস থেকে রক্ষা করার লক্ষ্যে পড়ার জন্য সচেতন করা হচ্ছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, এক কথায় তাম্রলিপ্ত পৌরসভা এলাকায় নতুন করে লক ডাউনের প্রথম দিন অনেকটা সফল, এমন টাই ছবি ধরা পড়েছে এই দিন।