নিজস্ব সংবাদদা,মালদাঃ বিশ্ব মহামারী করোনা ভাইরাস সংক্রমণের মোকাবিলায় জারি করা হয়েছে লকডাউন। তার জেরে বিপর্যস্ত পরিস্থিতিতে ঘরবন্দী যে সব দরীদ্র অসহায় পরিবার রয়েছে তাদের পাশে দাঁড়ালো মালদা জেলার হবিবপুর স্টুডেন্ট ফোরামের সংস্থা। লক ডাউন হওয়ার পর থেকে ঘরবন্দী হয়ে রয়েছে সকলেই। এই অবস্থায় দিন আনা দিন খাওয়া পরিবারের মানুষের পাশে দারালেন স্টুডেন্ট ফোরামের সদস্যরা। এদিন দুঃস্থ পরিবারে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তারা। দিন আনা দিন খাওয়া সেই সব পরিবারের হাতে চাল, ডাল, আলু, তেল সোয়াবিন, চিনি, চা, বিস্কুট, সব্জি সহ বিভিন্ন সামগ্রিক তুলেদিলেন সংগঠনের সদস্যরা। স্টুডেন্ট ফোরামের তরফে জানিয়েছেন, লকডাউন হওয়ার ফলে এখানকার বহু মানুষের রোজগার বন্ধ হয়ে গেছে। ঠিকমতো খাওয়া-দাওয়া করতে পারছেনা তারা। এই সমস্ত পরিবার গুলো চরম সংকটের মধ্যে পড়েছে কাজ বন্ধ হয়ে রয়েছে। তাই স্টুডেন্ট ফোরাম উদ্যোগে হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী অঞ্চলের, বিভিন্ন জায়গায় প্রায় ৩০০টি পরিবারের হাতে এখন পর্যন্ত ত্রাণ বন্টন তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি তারা আরও জানান, এই পরিস্থিতিতে প্রয়োজনে আগামী দিনেও আমাদের হবিবপুর স্টুডেন্ট ফোরাম সদস্যরা ত্রাণ দেওয়া জন্য তৈরি রয়েছে।