September 16, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

করোনা আবহের মাঝে শুরু হল ঐতিহ্যবাহী বিদ্যেশ্বরী কালীমাতার পূজা

গঙ্গারামপুর: করোনা আবহের মাঝে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে প্রতিবারের মতো এবারেও শুরু হলো গঙ্গারামপুরের ঐতিহ্যবাহী বিদ্যেশ্বরী কালী মাতার পুজো। তবে লকডাউনের কারণে খুললো না মন্দির,বসলো না মেলা। কোনোরকমে নমো নমো করে সম্পূর্ণ হলো কালি মাতার পুজো।করোনার আবহের মাঝে কোনরকমের জমায়েত যাতে না হয় সেই কারণে মন্দির প্রাঙ্গনে মোতায়েন করা হয়েছে পুলিশ প্রশাসন।উল্লেখ্য গঙ্গারামপুর শহরের চৌপতি থেকে প্রায় পাঁচ কিলোমিটার উত্তর-পূর্বে হামজাপুর রুঠে বিদ্যেশ্বরী কালী মাতার মন্দির অবস্থিত।এলাকার অধিকাংশ মানুষজন চাষাবাদের সঙ্গে যুক্ত। কথিত আছে আজ থেকে প্রায় ১৫০ বছর আগে জ্যৈষ্ঠ মাসে জাহাঙ্গীরপুর এলাকার বাসিন্দারা পূর্নভবা নদীতে তিন ফুটের একটি কালিমাতার মুখোশ পান।সেইদিন রাতেই স্থানীয় মানুষজন কালিমাতার স্বপ্নাদেশ পান মুখোশ টিকে পুজো করার জন্য।সেই থেকে মায়ের আদেশ মতোই এলাকার বাসিন্দারা জৈষ্ঠ্য মাসের প্রথম সোমবার পুজো শুরু করেন।সেই থেকে নিয়ম-নীতি মেনে ঐতিহ্যবাহী বিদ্যেশ্বরী কালী মাতার পুজো আজও জৈষ্ঠ্য মাসের প্রথম সোমবার এ হয়ে আসছে।পুজোকে ঘিরে এলাকায় বসতো বিশাল মেলা।দূরদূরান্ত থেকে ভক্তদের ঢল নামতো মেলা প্রাঙ্গনে।সেইমতো আজ সোমবার ছিল বিদ্যেশ্বরী কালিমাতার পুজো। কিন্তু গতবারের মতো এবারেও লকডাউনের কারণে খুললো না মন্দির,বসলো না মেলা।কোনোরকমে নমো নমো করে সম্পূর্ণ হলো মায়ের পুজো।