December 26, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

করোনা আক্রান্ত রোগীদের বাড়িতে গিয়ে হরলিক্স ও ওষুধ পৌঁছে দিল মহকুমা শাসক

মালদাঃ-মালদহের চাঁচলে করোনা আক্রান্ত রোগীদের বাড়িতে গিয়ে হরলিক্স ও ওষুধ পৌঁছে দিল মহকুমা শাসক সঞ্জয় পাল।শনিবার চাঁচল এলাকায় করোনা আক্রান্তের জন্য এই উদ্যোগ নেন চাঁচল মহকুমা প্রশাসন।এদিন তিনি চাঁচলে একাধিক করোনা আক্রান্তের বাড়িতে গিয়ে হেলথ ড্রিঙ্ক, পর্যাপ্ত পরিমানে ওষুধ,স্যানিটাইজার,মাস্ক ও করোনা বিষয়ে সচেতনতামূলক নিয়মাবলী বার্তা থেকে পৌঁছে দিয়েছেন মহকুমা শাসক।এছাড়াও সঙ্গে ছিলেন নোডাল অফিসার তথা চিকিৎসক শুভাশিষ বড়ুয়া।মূলত বৃষ্টির জেরের চাঁচলের একাধিক রাস্তা জলমগ্ন।জলের উপর পায়ে হেটেই মহকুমা প্রশাসনের প্রতিনিধি দল রোগীদের বাড়িতে পৌঁছেছে।

মহকুমা শাসক আক্রান্ত রোগীদের পরিবারের সদস‍্যদের সম্মুখে বাড়িতে থাকার পরামর্শ দেন এবং স্বাস্থ‍্য বিধি মেনে চলার পরামর্শ দেন।মহকুমা প্রশাসনের এহেন উদ‍্যোগকে সাধুবাদ জানিয়েছেন আক্রান্তের পরিবারেরা।মহকুমা শাসক সঞ্জয় পাল বলেন,এই উদ‍্যোগ প্রশাসনিকভাবে কোনো নির্দেশ নেই।তবে সঙ্কটজনক মুহুর্তে এটা আমার কর্তব‍্য হিসেবে পালন করলাম।আমরা করোনা রোগীদের শারীরিক অবস্থার খোঁজ খবর রীতিমতো রাখছি।