নতুন বছরের শুরু থেকেই করোনা ভাইরাস ক্রমশ জটিল হয়ে উঠেছে| আক্রান্ত হচ্ছেন একের পর এক তারকারাও |আবারও শোনা গেল টলি তারকাদের করোনা আক্রান্তের খবর | এবার করোনা আক্রান্ত হয়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় |
অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজের টুইট অ্যাকাউন্ট থেকে তার অনুরাগীদের উদ্দেশ্যে জানিয়েছেন ” দুর্ভাগ্যবশত আমি করোনা আক্রান্ত হয়েছি | চিকিৎসকের পরামর্শ করে আপাতত হোম আইসোলেশন এ আছি |আশা করি দ্রুত সুস্থ হয়ে উঠব |”

More Stories
অমিতাভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী
ঘনিষ্ঠবৃত্তের উপস্থিতিতে সাধ খাবেন কৌশলদের ‘লক্ষ্মীমন্ত বউমা’ ক্যাটরিনা
প্রসেনজিৎ পুত্র, তৃষাণজিৎ ওরফে মিশুক পা রাখতে চলেছেন বড় পর্দায়