July 11, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

করোনা আক্রান্ত ছোটপর্দার পরিচিত মুখ নীল ভট্টাচার্য

সিরিয়ালের শুরু থেকেই হিট শ্যামা-নিখিল জুটি। এছাড়াও ছোটপর্দার দীর্ঘদিনের পরিচিত মুখ নীল। দর্শকদের অন্যতম পছন্দের অভিনেতা তিনি। নীল জানিয়েছেন, ‘আজ সকালে করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। হোম কোয়ারান্টিনে আছি। চিত্রনাট্যে কিছু বদলের মাধ্যমে কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে। তবে করোনা হয়েছে জানার পর বাবা-মা’র থেকে আলাদা রয়েছি। আমি কোনও জিনিসের গন্ধ পাচ্ছিলাম না দেখে করোনা পরীক্ষা করাই। এখন জ্বর নেই। প্রয়োজনে বাড়ি থেকে শুটিং করে পাঠাতে পারি। লকডাউনের মধ্যে এরকমভাবে শুটিং করে অভ্যেস হয়ে গিয়েছে। আপনাদের সকলকে বলবো, সাবধানে থাকুন’। এর আগে করোনা আক্রান্ত হয়েছিলেন ‘কৃষ্ণকলি’ধারাবাহিকের অন্য চরিত্র অশোক চৌধুরী অর্থাৎ বিভান।