অন্তঃসত্ত্বা অবস্থায় করোনা থাবা বসিয়েছিল এক মহিলার শরীরে। এরপর আচমকাই অসুস্থ হয়ে পড়েন ওই প্রসূতি। এরপর তড়িঘড়ি বেলিলিয়াস রোডের বাসিন্দা ওই মহিলাকে ভর্তি করা হয় উলুবেড়িয়ার ফুলেশ্বর এর এক বেসরকারি হাসপাতালে। সূত্রের খবর, রিপোর্ট হাতে পাওয়ার পর জানা যায় তিনি করোনা আক্রান্ত। এরপর শুরু হয় চিকিৎসা। যদিও সাতদিন পর সুস্থ পুত্র সন্তানের জন্ম দেন তিনি। এরপর দ্বিতীয় বার তার পরীক্ষা করা হলে মহিলা এবং সদ্যজাত এর রিপোর্ট এ জানা যায় তারা করোনা মুক্ত। ফলে স্বস্তিতে চিকিৎসক এবং তার পরিজনেরা। সূত্রের খবর, মহিলাকে শুক্রবার হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয় শুধু তাই নয় এর পাশাপাশি তাকে রবীন্দ্রসংগীত গেয়ে, হাততালির মাধ্যমে তাঁদের বাড়ি পাঠানো হয় বলে জানা গিয়েছ।