December 26, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

করোনার আতঙ্কের মাঝে বাজারে কালোবাজারি রুখতে বিজেপির পক্ষ থেকে ন্যায্য মূল্যে আলু বিক্রি পূর্ব মেদিনীপুরে

নিজস্ব প্রতিনিধিঃ- ইতিমধ্যেই মহামারী নোবেল করনা ভাইরাসের আতঙ্কে বাড়ি থেকে বেরোতে চাইছে না সাধারণ মানুষ, রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে ব্লক স্বাস্থ্য দপ্তর নির্দেশ অনুসারে অযথা কারণে বাড়ির বাইরে যেতে বারণ করছে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে।

এই সুযোগে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় গুজব ছড়িয়েছে আগামী দিনে বাজার থেকে পাওয়া যাবেনা দৈনন্দিন জীবনের নানান সামগ্রী, তাই আগে থেকেই প্রয়োজনের তুলনায় বেশি জিনিসপত্র কিনছেন ক্রেতারা। আর সেই সুযোগেই কালো বাজারি তে ছেয়ে গেছে গোটা হাট বাজার, জিনিস পত্রের দাম বাড়ছে হু হু করে।

ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ অনুসারে যেসব বিক্রেতারা দৈনন্দিন জীবন যাপনের জন্য জিনিসপত্র স্টপ করবেন এবং বেশি দামি সাধারণ মানুষের কাছে বিক্রি করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে রাজ্য প্রশাসনের তরফ থেকে, এবার সেই নির্দেশ মেনে এবার বিজেপির পক্ষ থেকে ন্যায্য মূল্যে আলু বিক্রি। ১৫ টাকা কেজি দরে ও ৭০০ টাকা বস্তা দরে আলু বিক্রি শুরু করলো এগরা নগর বিজেপি নেতৃত্বরা। পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায় আলুর কালো বাজারি রুখতে আজ ন্যায্য মূল্যে আলু বিক্রি করা হচ্ছে বলে জানা গিয়েছে। শনিবার সকাল থেকেই বহু মানুষ এই আলু কিনতে ভিড় জমাচ্ছেন। আগামী কাল সকাল ৭ টা পর্যন্ত চলবে এই আলু বিক্রি। এরপর পরশু থেকে আবার শুরু হবে। যতদিন না করোনা নিয়ে বাজারের পরিস্থিতি ঠিক না হয় ততদিন চলবে। এরপর পেঁয়াজ ও ঠিক ঠাক দামে পেলে আলুর সঙ্গে পেঁয়াজ ও রাখবে বলে জানান বিজেপি নেতৃত্ব।