করোনা ভাইরাসের হানা এবার কেরলে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে এ খবর জানিয়ে বলা হয়েছে, এ নিয়ে দ্বিতীয় জনের শরীরে করোনা ভাইরাসের খোঁজ পাওয়া গেল। সুএের খবর, ৩০ জানুয়ারি উহান বিশ্ববিদ্যালয়ে পাঠরত এক পড়ুয়ার রক্তে করোনা জীবাণু মেলে।
এরসাথে বহু পড়ুয়া চিনে পড়তে গিয়ে ঘরবন্দি হয়ে পড়েছেন। তাঁদের দেশে ফেরাতে চিন সরকারের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছে সাউথ ব্লক। এর মধ্যে অনেক বাঙালিও রয়েছেন। প্রায় ১৪ হাজার মানুষ করোনায় আক্রান্ত। এই ভাইরাস মোকাবিলায় পর্যাপ্ত চিকিত্সা না থাকায় দিশাহারা বেজিং। চিনের এই আঁচ ছড়িয়ে পড়েছে বিশ্বে। আন্তর্জাতিক বিমানবন্দরগুলিতে চলছে কড়া নজরদারি। স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা ঘোষণা করেছে খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু।