ভারতে করোনা সংক্রমণ রুখতে একাধিক কর্মসূচি পালন করছে রাজ্য |সমগ্র দেশের মোট 75 টি জেলা সোমবার থেকে লকডাউন |দিন দিন করোনা সংক্রমণ যে হারে বেড়ে চলেছে তাকে রুখতে লক ডাউনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য |সোমবার বিকেল পাঁচটা থেকে শুরু করে 27 মার্চ পর্যন্ত লক ডাউন একাধিক জেলা | পাশাপাশি বন্ধ থাকবে রেলসহ যে কোনো যানবাহন পরিষেবা ৷তবে খোলা থাকবে কিছু অত্যাবশ্যকীয় পরিষেবা, যেমন -বাজার, ওষুধপত্র ,দুধ ,জল ,হাসপাতাল বা অন্যান্য স্বাস্থ্যপরিষেবা Iপাশাপাশি লকডাউনের বাইরে রাখা হয়েছে সংবাদ মাধ্যমকেও ৷তবে সোমবার বিকেল পাঁচটায় সব লক ডাউন হয়ে যাওয়ার আগে নিত্যপ্রয়োজনীয় বাজার বা দ্রব্যসামগ্রী মজুত করতে ব্যস্ত সাধারণ মানুষ |এদিন সকালে বাজার খুলতেই দেখা যায় বাজারে ক্রেতাদের ভিড় ৷দিনের শুরুতেই ক্রেতাদের ভিড় দেখে বেশ স্বস্তির হাসি বিক্রেতাদের মুখেও |কেন্দ্রের এই সিদ্ধান্তকে মেনে তার প্রস্তুতি হিসেবে সোমবার সকাল থেকেই বাজার মুখী মানুষ ।অন্যদিনের তুলনায় এদিন বাজারে ভিড় কিছুটা হলেও বেশি নজরে আসে৷