করমন্ডল এক্সপ্রেস এর ভয়াবহ দুর্ঘটনায় এক নিমেষে কেরে নিয়েছে বহু মানুষের প্রাণ | মৃত্যু পুরিতে পরিণত হয়েছে বালেশ্বর | হাসপাতালে মৃত্যু সঙ্গে পাঞ্জা লড়ছেন বহু মানুষ | ধ্বংসস্তূপের মত তৈরি হয়েছে মৃত্যুর স্তুপ । এই ঘটনায় প্রকাশ করেছে বলিউডের সালমান খান, অক্ষয় কুমারের মতো তারকারা | টুইট করে শোক প্রকাশ করেন তারকারা |
সলমন লিখলেন, ”শোকাহত। মৃতদের আত্মার শান্তি কামনা করি। মৃতদের পরিবারকে শক্তি দিক ঈশ্বর।”
অক্ষয় লিখলেন, ”দুর্ঘটনার ছবিগুলো দেখে হৃদয় ভেঙে যাচ্ছে। মৃতদের পরিবারকে সমবেদনা জানাই। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক।”
More Stories
কোয়েলের কোল জুড়ে এল ফুটফুটে কন্যা সন্তান
রোশান পরিবারের গল্প নিয়ে আসছে ‘দ্য রোশনস’
এবার বুক ফুলিয়ে জাপানে ‘জওয়ান’ ঝড়ের নমুনা দেখালেন শাহরুখ খান