June 30, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

করদহের ব্যবসায়ী অপহরণকারী দুষ্কৃতীদের গ্রেফতার করল পুলিশ, উদ্ধার ব্যবসায়ী

– 24 ঘন্টার মধ্যেই করদহের ব্যবসায়ী অপহরণকারী দুষ্কৃতীদের গ্রেফতার করল পুলিশ, উদ্ধার ব্যবসায়ী। শুক্রবার রাতে মালদহ জেলার কালিয়াচক থেকে উদ্ধার করা হয় ব্যবসায়ীকে। কালিয়াচক ও তপন থানার পুলিশের তৎপরতায় গ্রেপ্তার হয় দুষ্কৃতীরা।

প্রসঙ্গত, বৃহস্পতিবার গভীর রাতে দক্ষিণ দিনাজপুরের তপন থানার করদহ এলাকায় বেকারীর (রুটি) ব্যবসায়ী অসীম প্রামানিক কে অপহরণ করে দুষ্কৃতীরা। গভীর রাতে দুষ্কৃতীরা রুটি কেনার নাম করে ঐ ব্যবসায়ীর বাড়িতে আসে। রুটি নেই জানার পর বিস্কুট নেবে বলে বাড়িতে ঢোকে। এরপর ওই ব্যবসায়ী ও স্ত্রীর হাত পা বেঁধে মারধর করে নগদ কিছু টাকা গয়না সহ ওই ব্যক্তিকে অপহরণ করে নিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনায় তপন থানায় অভিযোগ করতেই তদন্তে নামে তপন থানার পুলিশ।

জেলা পুলিশ সুপার রাহুল দে র নির্দেশে তৎপরতার সাথে 24 ঘন্টার মধ্যেই অপহরণকারীদের গ্রেপ্তার করে তপন থানার পুলিশ। গাড়ির নাম্বার এবং মোবাইল নাম্বার ট্রাকিং করে মালদার কালিয়াচক থেকে ব্যবসায়ীকে উদ্ধার করল কালিয়াচক ও তপন থানার পুলিশ। শনিবার ধৃত চার দুষ্কৃতীকে দক্ষিণ দিনাজপুর জেলা আদালতে তোলা হয়।

পুলিশের তৎপরতায় নিজের জীবন ফিরে পেয়ে খুশি ব্যবসায়ী অসীম প্রামানিক। তিনি পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি দুষ্কৃতীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।