July 20, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

কমলো রান্নার গ্যাসের দাম

মধ্যবিত্তের জন্য দারুন সুখবর | সিলিন্ডার প্রতি 200 টাকা করে কমলো রান্নার গ্যাসের দাম | তবে এ বিষয়ে তৃণমূল আইটি সেল এর ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য বিজেপিকে কটাক্ষ করে লেখেন, “একটু ডোজ কমিয়ে পেটে ঘুসি মারা শুরু করো” |

প্রসঙ্গত, রান্নার দাম গ্যাসের দাম কমানোর কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন | মঙ্গলবার মধ্য রাত থেকে কার্যকর হয় নতুন দাম | আর এই ঘটনাকে তীব্র কটাক্ষ করছে তৃণমূল | তবে কেন্দ্রের দাবি, রাখি ও ওনামের কথা মাথায় রেখে রান্নার গ্যাসের দাম কমানো হয়েছে | যদিও তা মানতে নারাজ তৃণমূল ।

এরপরে ফেসবুকে পোস্ট করে দেবাংশু ভট্টাচার্য লিখেছেন, “প্রথমে মুখে লাথি মেরে মেরে লাথি খাওয়া অভ্যাস করিয়ে ফেল । তারপর আবার একটু ডোজ কমিয়ে পেটে ঘুসি মারা শুরু করো । লোকে বলবে কি দয়ালু দেখেছো আগের মত জোরে মারেনা”।