দীপাবলি দু সপ্তাহ আগে বাণিজ্যিক গ্যাসের দাম এক ধাক্কায় বেড়েছিল ১০১ টাকা | এবার বাণিজ্যিক গ্যাসের দাম বাড়িয়ে বেশ খানিকটা কমালো কেন্দ্র | বৃহস্পতিবার সিলিন্ডার কিছু ৫৭.৫০ টাকা দাম কমলো পেট্রোলিয়াম সংস্থা |
প্রসঙ্গত, উৎসবের মরশুমে গ্যাসের দাম কমায় তার সুফল পেতে পারেন সাধারণ মানুষ | যদিও দীপাবলি দু সপ্তাহ আগে গ্যাসের দাম বাড়ায় বেশ ভুগতে হয়েছে গোটা দেশের জনতাকে | রেস্তোরাঁ হোটেলে অতিরিক্ত খরচ করতে হয়েছে গ্রাহকদের । তবে এবার গ্যাসের দাম কমায় কিছুটা হলেও স্বস্তি আমজনতার |

More Stories
গ্রাহক বৃদ্ধিতে রেকর্ড গড়ল জিও
জিও ইনস্টিটিউট এবং INSMA সফল ভাবে সমাপ্ত করল ক্রীড়া ব্যবস্থাপনা সম্মেলন
ডঃ মাশেলকরের সংবর্ধনা অনুষ্ঠানে কি বললেন মুকেশ আম্বানি