December 22, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

কবে মিলবে বৃষ্টির দেখা, অপেক্ষা বঙ্গবাসীর

রোদে ঘামে নাজেহাল বঙ্গবাসী | কবে মিলবে বৃষ্টির দেখা, সেই দিকে তাকিয়ে রয়েছে আপামর বঙ্গবাসী | তবে এবার বৃষ্টি নিয়ে সুখবর সোনাল আলিপুর আবহাওয়া দপ্তর | আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আপাতত কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কম | তবে রবিবারের মধ্যে বৃষ্টি হতে পারে কলকাতায় |

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 85 শতাংশ |আস্তে আস্তে বাড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ |