
বিয়ে করতে চলেছেন তৃণা সাহা | সোশ্যাল মিডিয়ায় এমনই জল্পনা ঘুরে বেড়াচ্ছে | সোশ্যাল মিডিয়া একটি ছবি পোস্ট করেন তৃণা | আর যার ক্যাপশনে তিনি লিখেছেন, “আবার বিয়ে” | সেই পোস্ট ঘিরেই নেটিজেন দের মধ্যে তৈরি হয়েছে নানা জল্পনা ।
তবে কি এবার নীলকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে চলেছেন তৃণা? তবে এই ছবিতে দেখা যাচ্ছে ছোট পর্দা জনপ্রিয় মুখ কৌশিক রায়কে | তবে কি এবার কৌশিক রায়কে বিয়ে করতে চলেছেন তৃণা? আসলে ছবিটি শ্যুটিংয়ের । বালিঝড় ধারাবাহিকে বিয়ের পিঁড়িতে মহার্ঘ্য ও ঝোরা । সেই চরিত্রেই দেখা যায় কৌশিক ও তৃণাকে । খরকুটার পর ফের একই ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাবে তৃণা ও কৌশিককে |
More Stories
টেলিভিশনের পর্দায় যাত্রা শুরু করেছে জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস’ সিজন ১৯
একের পর এক ঝোড়ো ব্যাটিং করছেন ‘লেডি সুপারস্টার’ শুভশ্রী গঙ্গোপাধ্যায়
টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে সমন ইডির