December 21, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

কথা রাখলেন শুভেন্দু অধিকারী

কথা রাখলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা হিসেবে নিজের যে বর্ধিত বেতনের টাকা পান সেই টাকা শুক্রবার বিধানসভায় সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিদের হাতে তুলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বলেন, ‘‘পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের বিধায়ক ও মন্ত্রীদের বেতন বৃদ্ধির ঘোষণা করেছিল যা বর্তমানে কার্যকর করেছে সরকার। কেন্দ্রীয় হারে ন্যায্য মহার্ঘ্য ভাতার দাবিতে আন্দোলনরত সংগ্রামী যৌথ মঞ্চের অনশন অবস্থান মঞ্চে কয়েক মাস আগে আমি গিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বের কাছে ইচ্ছা প্রকাশ করেছিলাম যে বিরোধী দলনেতা হিসেবে যে বাড়তি বেতনের টাকা আমি পাব সেটা সংগ্রামী যৌথ মঞ্চকে দিতে চাই। তারা আমার সেই প্রস্তাব সেদিন গ্রহণ করেন।’’

কিন্তু বিরোধী দলনেতার কেন এই সিদ্ধান্ত? শুভেন্দু অধিকারীর কথায়, ‘‘আমার তরফে সামান্য অনুদানের মাধ্যমে যাতে আইনি প্রক্রিয়ায় যে বিপুল খরচ তার কিছুটা সুরাহা হয় সেই কারণেই আমার বর্ধিত বেতনের ৪০ হাজার টাকা আন্দোলনকারীদের তহবিলে যতদিন আমি বর্ধিত বেতন পাব ততদিন সেই টাকা আমি তাদের তহবিলে দিয়ে যাব। আমি সংগ্রামী যৌথ মঞ্চের প্রতি কৃতজ্ঞ যে তারা আমার প্রস্তাবকে সমর্থন করেন।’’