
কটিহারের এক ব্যবসায়ীকে অবৈধভাবে আটক করার ঘটনায় অভিযুক্ত 2দুষ্কৃতী কে গ্রেফতার করল বংশীহারী থানার পুলিশ। ধৃত দুই ব্যক্তি হলেন আকিমুদ্দিন শেখ (কলিয়াচকের বাসিন্দা)ও আয়ুব আনসারী(বংশীহারী পিরানিপাড়ার) বাসিন্দা ।
জানা যায় অপহৃত ঠিকাদারি ব্যবসায়ীকে তিন নম্বর এলাহাবাদের তেলিকুড়ি এলাকায় আটকে রেখে মারধর করেছিল অভিযুক্তরা। পাশাপাশি তার কাছ থেকে 20 লক্ষ টাকা দাবি করেছিল অভিযুক্তরা।
এরপরই বাথরুম যাওয়ার নাম করে অপহৃত ঠিকাদারি ব্যাবসায়ী এমডি সাজ্জাদ তাকে যে বাড়িতে আটকে রাখা হয়েছিল সেখান থেকে পালিয়ে বের হয়। এলাকাবাসীরা আটক ব্যাক্তিকে ধরে এবং পুলিশে খবর দেন। এরপরই বংশীহারী থানার পুলিশ আটক ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে আসে। ব্যবসায়ীর লিখিত অভিযোগের ভিত্তিতে 2ব্যাক্তিকে গ্রেফতার করে বংশীহারী থানার পুলিশ। তাদের কাছ থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। শনিবার পুলিশ ধৃত দুই জনকে গঙ্গারামপুর মহাকুমা আদালতে তোলে
More Stories
অক্ষয় তৃতীয়ায় দিঘার জগন্নাথ মন্দিরের প্রাণপ্রতিষ্ঠা, দ্বারোদঘাটন
নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে পারে উত্তর-পশ্চিম ভারতে
আগামী দু’মাস তীব্র দহনজ্বালা