June 30, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

ঐন্দ্রিলাকে ছাড়াই দিন কাটছে তার পোষ্যদের

ঐন্দ্রিলা কে ছাড়াই দিন কাটছে তার পোষ্য তোজো ও বোজোর | ঐন্দ্রিলার গায়ের কম্বলে ঘুমোতো তার দুই পোষ্য | কিন্তু এখন আর তা নেই | মাঝেমধ্যে ঐন্দ্রিলার খোঁজে ছটফট করে ওঠে তার আদরের পোষ্য | তখন তাদের ঐন্দ্রিলার পড়া জামা তাদের দিলে শান্ত হয় |

ঐন্দ্রিলার মা জানান, “ওরা ভেবেছে ওদের মা এলো বোধহয়”। দু সপ্তাহ পেরিয়েছে। সোশ্যাল মিডিয়ায় আর পোস্ট নেই হ্যাশ ট্যাগ ঐন্দ্রিলা নামে কোন পোস্ট | তবে সব ভুলে যেতে চাইছেন না অনেকেই | ঠিক যেমন ‘ঐন্দ্রিলাইফ’ |