রেশন দুর্নীতি মামলা ইডি হেফাজতের ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক | এবার হাইকোর্টে দ্বারস্থ হলেন তিনি | নিম্ন আদালতের নির্দেশ বাতিলের আর্জি জানিয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী | এদিন রেশন দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট দিল ইডি | চার্জশিটে সেটে উল্লেখ রেশন বন্টন ও ধান দুর্নীতির প্রধান কান্ডারী জ্যোতিপ্রিয়, কালো টাকা সাদা করার ব্লু প্রিন্ট তৈরি করেছিলেন | শুধু তাই নয় সাহায্যকারীদের দিয়েছিলেন সরকারি চাকরি |
পাশাপাশি জেলে জিজ্ঞাসাবাদে সময় বয়ান রেকর্ড করার জন্য ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবে ইডি | সেই নির্দেশকে বাতিলের দাবিতে হাইকোর্টের মামলা করেছে জ্যোতিপ্রিয় | এদিকে জ্যোতিপ্রিয় এখন এসএসকেএম হাসপাতালে আইসিইউতে কড়া নজরদারিতে রয়েছে | কয়েক সপ্তাহ আগে হঠাৎই অসুস্থ হয়ে পড়ায় তাকে নিয়ে আসা হয়েছিল এসএসকেএম হাসপাতালে |

More Stories
দুর্গাপুর ‘গণধর্ষণ’ কাণ্ডের জের গড়াল আদালতের দোরগোড়ায়
দুর্যোগ বিধ্বস্ত মিরিক ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বাংলার দুই জওয়ানের মৃত্যুতে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী