
এবার সপ্তাহ শেষে নামবে তাপমাত্রা | কারন শীতের আমেজ প্রবেশ করছে বাংলায় | আলিপুর আবহাওয়া দপ্তর তরফে জানানো হয়েছে, আগামীকাল থেকে শীতের ব্যাটিং শুরু হতে চলেছে | পাশাপাশি উত্তরবঙ্গেও নামতে পারে তাপমাত্রা |
কয়েকদিনের মধ্যেই রাজ্যে নামবে তাপমাত্রার পারদ | এবার আশার বাণী শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর | ভারতে পশ্চিমী ঝঞ্ঝার জেরে উত্তর-পশ্চিমে তুষারপাতের সম্ভাবনার | তবে এরই মধ্যে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। যদিও তার কোন প্রভাব পড়বে না বাংলায় । আজ সকাল ও সন্ধ্যায় মনোরম আবহাওয়া দেখা যাবে |
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 25 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রী সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 91 শতাংশ |
More Stories
ভয়াবহ দুর্ঘটনা বীরভূমের মল্লারপুরে
পূবালী ও দক্ষিণ পূর্বের হাওয়ায় জলীয় বাষ্প ঢুকছে বাংলায়
পার্কস্ট্রিটের রেস্তরাঁয় আগুন