“জওয়ান আসলে দেশের জনতার সম্মিলিত কণ্ঠস্বর…”, এই মন্ত্রেই তেইশ সালের বক্সঅফিসে অশ্বমেধের ঘোড়া ছুটিয়েছিলেন শাহরুখ খান । আসমুদ্র হিমাচল চেয়ে দেখেছিল বাদশাহি প্রত্যাবর্তন। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত সেই সিনেমা সম্প্রতি রিলিজ করেছে জাপানে। আর সেদেশেও রীতিমতো খেল দেখাচ্ছেন বাদশা। পর পর সব শো হাউসফুল। এবং হিট। ভারতের ‘জওয়ান’ নিয়ে জাপানের এহেন উন্মাদনা দেখে আপ্লুত কিং খানও।
ধর্ম নিরপেক্ষ দেশ হলেও একাধিকবার পদবীর জেরে ‘দেশদ্রোহী’ খোঁটা খেতে হয়েছে। শুধু তাই নয়, ভারতীয় সিনেমায় তাঁর অবদান ভুলে নেটপাড়াতেও বারবার দাবি করা হয়েছে, ‘পাকিস্তানে চলে যান।’ তৎসত্ত্বেও বারবার কিং খান বিদেশের ময়দানে গর্বের সঙ্গে ভারতের সংস্কৃতি তুলে ধরেছেন। এবার বুক ফুলিয়ে জাপানে ‘জওয়ান’ ঝড়ের নমুনা দেখালেন বাদশা। এক্স হ্যান্ডেলে সেদেশের একটি ভিডিও শেয়ার করে শাহরুখ লিখেছেন, ‘জাপানে ‘জওয়ান’ যেরকম ভালোবাসা পাচ্ছে, সবার প্রতিক্রিয়াই আসছে আমার কাছে। অসংখ্য ধনব্যবাদ সকলকে। আশা করি, সিনেমাটা আপনারা উপভোগ করছেন। ভারতে তৈরি এই ছবি বিশ্বের জন্য উপহার। সব জায়গায় সকলে ছবিটা এত উপভোগ করছেন দেখে আমি উচ্ছ্বসিত। জাপানে যাঁরা ‘জওয়ান’ দেখেছেন তাঁদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।’
More Stories
বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে মুখ খুললেন কঙ্গনা রানাউত
ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘মুফাসা: দ্য লায়ন কিং’
যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সম্পর্কের তিক্ততা নিয়ে টলিপাড়ায় নানা গুঞ্জন