
এবার একুশে জুলাই রেকর্ড ভিড় হবে ধরে নিয়ে প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে। তৎপর কলকাতা পুলিশ ও পুরসভা। আদালতের নির্দেশ মেনেই একুশে জুলাইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে পুলিশের তরফে।
একুশে জুলাই তৃণমূলের কর্মী-সমর্থকদের কাছে একটা বড় আবেগ। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কর্মী-সমর্থকরা হাজির হন ধর্মতলায়। আগামিকাল, সোমবার কোন সময় কত মানুষ ঢুকবে তা ভাবাচ্ছে পুলিশকে। আজ পর্যন্ত শহিদ দিবসের সমাবেশ ঘিরে কোনও অপ্রীতিকর ঘটনা বা গণ্ডগোল হয়নি। শহরে নিরাপত্তাও বিঘ্নিত হয়নি। তবুও পুলিশ নিরাপত্তা নিয়ে কোনও খামতি রাখতে চাইছে না। আজ রাস্তায় থাকছে সাড়ে চার হাজার পুলিশ। শহরে ত্রিস্তুরীয় নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ। মঞ্চ এবং সংলগ্ন চত্ত্বর জুড়ে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন থাকবে। পুলিশ সূত্রে খবর, মূল মঞ্চ ভিভিআইপি জোনের মধ্যে থাকবে। সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার ও যুগ্ম পুলিশ কমিশনার পদমর্যাদার আধিকারিকরা থাকবেন।
More Stories
জোড়াফলায় গত কয়েকদিন ধরে বৃষ্টিতে ভাসছে বাংলা
তাপমাত্রা নামলেও পথে বেরতে গিয়ে নাজেহাল হচ্ছে আমজনতা
প্রতি বছরের মতো এবারও জনযন্ত্রণায় ঘাটালবাসী