আগামী লোকসভা ভোটের কথা মাথায় রেখে তৈরি করা হলো এবারের বাজেট অধিবেশন | সম্ভবত এই বাজেটে রয়েছে একাধিক চমক | নির্মলা সীতারামন জানান, যে সব গরীব বিচারাধীন বন্দি টাকা যোগাড় করতে না পেরে জামিন পাচ্ছেন না, তাদের সাহায্য করবে সরকার |
প্রসঙ্গত গত বছর দেশের মুখ্যমন্ত্রী হাইকোর্ট গুলির প্রধান বিচারপতিদের সম্মেলনে প্রধানমন্ত্রী বিচারাধীন বন্দীদের গুরুত্ব দিতে অনুরোধ করেন | দেশের প্রতিটি জেলায় জেলা বিচারক নেতৃত্ব একটি কমিটি রয়েছে | ওই কমিটি বিষয়টি দেখবে। দীর্ঘদিন জেলে থাকা ঐসব কয়েদিদের মুক্তি দেওয়ার চেষ্টা করা হোক |

More Stories
গ্রাহক বৃদ্ধিতে রেকর্ড গড়ল জিও
জিও ইনস্টিটিউট এবং INSMA সফল ভাবে সমাপ্ত করল ক্রীড়া ব্যবস্থাপনা সম্মেলন
ডঃ মাশেলকরের সংবর্ধনা অনুষ্ঠানে কি বললেন মুকেশ আম্বানি