April 19, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

এবারের বাংলা বছরটা ‘আড়ি’ রিলিজের ভাবনাচিন্তা নিয়ে কেটে যাচ্ছে যশ নুসরাতের

এবারের বাংলা বছরটা ‘আড়ি’ রিলিজের ভাবনাচিন্তা নিয়ে কেটে যাচ্ছে। আমরা নিত্যদিন বিভিন্ন জায়গায় দু’জনে মিলে ছবির প্রচারে যাচ্ছি। আশা করব, নতুন বছরে আনন্দ করার পাশাপাশি সবাই নতুন বাংলা ছবিও হইহই করে দেখতে যাবে। তার পাশাপাশি গরমের সঙ্গে ‘ফাইট’ করছি, তবে এটাও বলব, পয়লা বৈশাখের উষ্ণতার সঙ্গে কোনও কিছুর তুলনা চলে না! নববর্ষের স্মৃতিতে ডুব দিলেই আমার কাছে খাওয়াদাওয়া এবং নতুন জামাকাপড় ছাড়া সেরকম কিছু মনে পড়ে না। বছরের পয়লা দিন মানেই ছুটি। সকাল থেকে সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে খাওয়া-দাওয়া করতাম। ছোটবেলায় মায়ের সঙ্গে গয়নার দোকানে যেতাম হালখাতা করতে। সেখানেই মিষ্টি, ঠান্ডা পানীয় দেদার খেতাম।

পয়লা বৈশাখ মানেই বাঙালির নতুন বছর। আমার বাবা তুতো ভাইবোন, পরিবারের সকলের জন্য জামাকাপড় কিনতেন। কোনওসময় এমনও হয়েছে, কোনও তুতো ভাইয়ের জামা যদি আমার পছন্দ হত, আমি নিয়ে নিতাম। আর আমারটা ওর জন্য পাঠিয়ে দিতাম। এখন শুধু বাচ্চারা নতুন জামা পায়, আমরা পাই না।