গরু পাচার কান্ডে এবার এনামুল হককে জিজ্ঞাসাবাদ করতে চায় সিআইডি | এই মুহূর্তে এনামুল হক বিহারে তিহার জেলে বন্দী রয়েছে | এনামুল হককে গরু পাচার মামলায় চলতি বছর ফেব্রুয়ারিতে গ্রেফতার করে সিবিআই |
অন্যদিকে সিআইডি গরু পাচার কাণ্ডে যে তদন্ত করছে তাতেও মূল চক্রি হিসাবে নাম এসেছে এনামুল হকের | তাই এবার এনামুল হকের পরিচিত এক ব্যবসায়ীকে গ্রেফতারও করা হয়েছে | পাশাপাশি এনামুল হককে জিজ্ঞাসাবাদ করতে চায় সিআইডি | তাই আদালতে আবেদন জানিয়েছে সিআইডি | তারা তিহার জেলে গিয়ে এনামুল হককে জিজ্ঞাসাবাদ করতে পারবেন |

                                        
                                        
                                        
                                        
More Stories
দুর্গাপুর ‘গণধর্ষণ’ কাণ্ডের জের গড়াল আদালতের দোরগোড়ায়
দুর্যোগ বিধ্বস্ত মিরিক ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বাংলার দুই জওয়ানের মৃত্যুতে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী