
গরু পাচার কান্ডে এবার এনামুল হককে জিজ্ঞাসাবাদ করতে চায় সিআইডি | এই মুহূর্তে এনামুল হক বিহারে তিহার জেলে বন্দী রয়েছে | এনামুল হককে গরু পাচার মামলায় চলতি বছর ফেব্রুয়ারিতে গ্রেফতার করে সিবিআই |
অন্যদিকে সিআইডি গরু পাচার কাণ্ডে যে তদন্ত করছে তাতেও মূল চক্রি হিসাবে নাম এসেছে এনামুল হকের | তাই এবার এনামুল হকের পরিচিত এক ব্যবসায়ীকে গ্রেফতারও করা হয়েছে | পাশাপাশি এনামুল হককে জিজ্ঞাসাবাদ করতে চায় সিআইডি | তাই আদালতে আবেদন জানিয়েছে সিআইডি | তারা তিহার জেলে গিয়ে এনামুল হককে জিজ্ঞাসাবাদ করতে পারবেন |
More Stories
মোবাইল চোর সন্দেহে যুবককে ধরে বেধড়ক গণপিটুনির অভিযোগ
বিধানসভায় মুকুল রায়ের অবস্থান কী? তা জানতে কলকাতা হাই কোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা
সাতসকালে ভয়ংকর দুর্ঘটনা