
এনসিবির নজরে ফের বলিউডের অভিনেত্রী রিয়া চক্রবর্তী | প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত এর জন্য মাদক কিনতেন তিনি | এমনটাই অভিযোগ ওঠে তার বিরুদ্ধে |
২০২০ সালে সুশান্ত সিং রাজপথের মৃত্যুর পরে উঠে আসে বলিউডে মাদক সংক্রান্ত নানা তথ্য | এবার সেই সম্পর্কে বুধবার রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে চার্জশিট ফাইল করলো এনসিবি | এনসিবির দাবি, তারা প্রত্যেকে মুম্বাইয়ের হাই প্রোফাইল নাম | রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে অল্প পরিমাণ গাঁজা কেনা বা মাদক কেনার জন্য টাকা বিনিময়ের অভিযোগ আনা হয়েছে | পাশাপাশি নাম রয়েছে রিয়া চক্রবর্তীর ভাই শৌভিক চক্রবর্তীর | তবে জানা যাচ্ছে, দোষী সাব্যস্ত হলে রিয়া চক্রবর্তীর ১০ বছরের বেশি সময় জেল হতে পারে |
More Stories
মা ও সন্তানের সম্পর্কের কথা বলবে অনিরুদ্ধ রায়চৌধুরীর ছবি ‘ডিয়ার মা’
ফের ভ্যাকেশন মুডে রাজ-শুভশ্রী
ফের বিতর্কে অক্ষয় কুমারের ‘কেশরী চ্যাপ্টার ২’