বালুরঘাট স্টেডিয়াম সংলগ্ন এলাকার একটি এ,টি,এম ভাঙার অভিযোগে বালুরঘাট থানার পুলিশ চলতি মাসে ৬ তারিখে রবি প্রামাণিক নামে এক মধ্য বয়সী যুবককে গ্রেপ্তার করে। জানাগেছে পরবর্তীতে বালুরঘাট দায়রা আদালতে তোলার পড়ে পুলিশ রিমান্ড আবেদন করেন কিন্তু তার মেডিক্যাল টেস্টে ধরাপরে অভিযুক্ত রবি প্রামাণিক কোভিড পজেটিভ। পরবর্তীতে তাকে তাকে বালুরঘাট যুব আবাসন সেফ হোমে রাখা হলে গত কাল রাতে তার ঘরের ভেন্ডটেলেটর ভেঙে পালিয়ে যায় অভিযুক্ত ওই যুবক। আজ ডি,এস,পি সদর জানায় তার বিরুদ্ধে নতুন করে আবার একটি কেস দায় করাহয়েছে তার তল্যাশি চালানো হচ্ছে বালুরঘাট থানার তরফ থেকে ।

More Stories
নভেম্বরের মাঝামাঝি শীতের আমেজ লক্ষ্য করা যাচ্ছে বঙ্গে
নভেম্বরের দ্বিতীয় সপ্তাহেই শীতের দাপট দেখা যাচ্ছে বঙ্গে
দফায় দফায় বৃষ্টিতে ভাসছে বাংলা