January 15, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

এগরা টাউন এলাকায় বিজেপি নেতা খুনের অভিযোগে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:- গত কয়েক দিন আগে পূর্ব মেদিনীপুর জেলার এগরায় বিজেপি তৃণমূলে সংঘর্ষ মৃত্যু হয়েছিল বিজেপি কর্মী শেখ লিয়াকতের ইতিমধ্যেই সেই ঘটনায় কার্যত সরগরম গোটা এলাকা, সারারাত যে যেভাবে বিজেপি কর্মীদের উপর তৃণমূল দুষ্কৃতীর দের উপর হামলা চলছে তারই প্রতিবাদে ও বিজেপি কর্মী সেক লিকায়েত খুনের কাঁথির সাংগঠনিক জেলা জুড়ে প্রত্যেক বিধানসভা ভিত্তিক প্রতিবাদ কর্মসূচী পালিত হয়। রামনগর, কাঁথি টাউন, মারিসদা, হেঁড়িয়া ভগবানপুর পটাশপুর, এবং এগরা টাউন এলাকায় বিজেপির বিক্ষোভ কর্মসূচী পালন হয়। এগরার ঘটনায় অপরাধীদের গ্রেফতার ও কঠিন শাস্তির দাবিতে সরব হয় বিজেপি। যে কারনে রাস্তায় নেবে প্রতিবাদ জানালে বিজেপি নেতা সহ বেশ কয়েক জনকে পুলিশ গ্রেফতার করে। আচমকা গ্রেফতারের প্রতিবাদে মুক্তির দাবিতে ফের পথে নেমে পথে বসে অবস্থান বিক্ষোভ দেখায় বিজেপি সমর্থকরা। এ বিষয়ে কাঁথি সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি বলেন বর্তমানে রাজ্যে কোন আইনি ব্যবস্থা নেই, সবকিছুই তৃণমূলের দল দাসে পরিণত হয়েছে,তার জন্য সাধারণ মানুষ এইসব কিছুই বুঝতে পেরেছে তাই কাতারে কাতারে মানুষ বিজেপিতে যোগদান করছে, অন্য দিকে যেভাবে সংখ্যালঘুর বিজেপি কর্মীরা বিজেপিতে যোগদান করছে সেই বিষয় নিয়েই বর্তমান শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েননি কাঁথি সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি অনুপ চক্রবর্তী, তিনি বলেন সংখ্যালঘু ভাইরা সব কিছুই বুঝতে পেরেছে তাই তারাও বিজেপিতে যোগদান করেছে, আসুন আমরা সবাই একত্রিত ভাবে মিলিত হই এবং বর্তমান অপদার্থ সরকার অর্থাৎ তৃণমূল সরকার কে নিশানা করে কটাক্ষ করলেন কাঁথি সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি চক্রবর্তী, ইতিমধ্যেই এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা, পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।