December 21, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

এখনও গভীর কোমায় আচ্ছন্ন প্রাক্তন রাষ্ট্রপতি, ভেন্টিলেটর সাপোর্টেই রয়েছেন তিনি

এখনও গভীর কোমায় আচ্ছন্ন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তিনি ভেন্টিলেটর সাপোর্টেই রয়েছেন। বৃহস্পতিবার মেডিক্য়াল বুলেটিনে এ কথা জানিয়েছে দিল্লির সেনা হাসপাতাল।
আর্মিস রিসার্চ অ্যান্ড রেফারাল হাসপাতালের তরফে বৃহস্পতিবার সকালের মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, ‘এখনও গভীর কোমায় আচ্ছন্ন রয়েছেন প্রণব মুখোপাধ্যায়। তিনি ভেন্টিলেটর সাপোর্টেই আছেন। ফুসফুসে সংক্রমণ ও কিডনি সংক্রান্ত কাজকর্মের নিষ্ক্রিয়তার চিকিত্‍‌সা চলছে তাঁর। তিনি হিমোডায়নামিক্যালি স্থিতিশীল আছেন।’ প্রতিনিয়ত বিশেষজ্ঞ ডাক্তারদের দল ৮৪ বছরের ভারতরত্নকে পর্যবেক্ষণে রেখেছে বলেও হাসপাতালের তরফে জানানো হয়েছে।