মাত্র এক সপ্তাহের ব্যবধানে ফের জঙ্গি দমনে বড় সাফল্যতা নিরাপত্তা বাহিনীর | আজ সকালে কাশ্মীরের খতম হলো চার জঙ্গি । ভারতীয় সেনার গুলিতে নিকেশ হয় পাক সীমান্তে নিয়ন্ত্রণ রেখা থেকে অনুপ্রবেশ চালানো চার জঙ্গি |
প্রসঙ্গত, গত শুক্রবার তল্লাশি অভিযানের সময় ভারতীয় নিরাপত্তারক্তিদের হাতে খতম হয়েছিল 5 বিদেশি জঙ্গি । এরপরে এদিন সকালে পাক জঙ্গিদের অনুপ্রবেশের খবর মেলে | তারপরে জঙ্গিদের আটকায় ভারতীয় সেনা | এরপর কিছুক্ষণের লড়াইয়ের পর ভারতীয় সেনার গুলিতে নিকেশ হয় চার জঙ্গি | ভারতীয় সেনার তরফে টুইট করে জঙ্গীদের নিকেশের খবর জানানো হয় |

More Stories
গ্রাহক বৃদ্ধিতে রেকর্ড গড়ল জিও
জিও ইনস্টিটিউট এবং INSMA সফল ভাবে সমাপ্ত করল ক্রীড়া ব্যবস্থাপনা সম্মেলন
ডঃ মাশেলকরের সংবর্ধনা অনুষ্ঠানে কি বললেন মুকেশ আম্বানি