মালদাঃ-এক যুবকের শ্বাসনালি কাটা দেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য এলাকায়। রবিবার মালদহের বামনগোলা ব্লকের গুয়াপারা এলাকায় ঘটনাটি ঘটে।
ঘটনাস্থল থেকে পুলিশ মৃত দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠান। গোটা ঘটনার তদন্তে নেমেছে বামনগোলা থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মৃত যুবকের নাম কনক দাস (২৯) বাড়ি বামনগোলা ব্লকের মহেশপুর পঞ্চায়েতের গুয়াপরা গ্রামে। পেশায় একজন দিনমজুর।
পরিবারে সদস্যের থেকে জানা গিয়েছে, কনক শনিবার সন্ধ্যায় বাড়ি কাজের উদ্দেশ্যে বের হয় তার পর সে আর বাড়ি ফিরেনি। অনেক রাত পর্যন্ত বাড়ি না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় তার খোঁজ করতে গেলে কোনো হিদিস মেলেনি কনকের। এদিন সকালে ওই গ্রামের কিছু কৃষক মাঠে কাজ করতে গেলে কনকের গলা কাটা দেহ দেখতে পায়। খবর দেওয়া হয় পরিবারের সদস্যদের। পরে বামনগোলা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান। তবে কে বা কারা খুন করলো কিছুই বুঝতে পড়ছে না পরিবারে সদস্যরা। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
More Stories
যাত্রীচাপ সামলাতে পরিষেবা বৃদ্ধির সিদ্ধান্ত নিল মেট্রোরেল কর্তৃপক্ষ
দক্ষিণবঙ্গে শীতের ছন্দপতন
30 ডিসেম্বর সন্দেশখালি যাচ্ছেন মুখ্যমন্ত্রী