February 6, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য এলাকায়

এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।টাকার লোভে ইলেকট্রিক শক দিয়ে খুন করা হয়েছে বলে দাবি করেছে পরিবার। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শিববাড়ি এলাকায়।
পুলিশ জানিয়েছে মৃত ওই ব্যক্তির নাম রেজাবুল মিয়া ( ৪০)বাড়ি দেবীপুর গ্রামে। পেশায় তিনি গরু ব্যবসায়ী।
পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন সকালবেলা বাড়ি থেকে বের হয়ে এসেছিলেন শিববাড়ি বাজারে । দুপুর গড়াতেও বাড়ি না ফেরায় কপালে চিন্তার ভাঁজ পড়ে পরিবারের সদস্যদের। যার পরে শিববাড়ি এক বাসিন্দা শিববাড়ি বাণগড় মাঠে একটি মৃতদেহটি দেখতে পায় । মৃতদেহ পড়ে থাকার এমন খবর এলাকায় ছড়াতেই গ্রামবাসীরা সেখানে এসে ভিড় জমায়। খবর দেওয়া হয় পরিবারের লোকজনদের কাছে । পরিবারের লোকজন এসে মৃতদেহ শনাক্ত করার করে কান্নায় ভেঙে পড়ে পরিবারের সকল সদস্যরা। ঘটনার খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসেছে পুরো বিষয় খতিয়ে দেখছেন।
পরিবারের লোকজনের দাবি রেজাবুল এর কাছে সব সময় মোটা অঙ্কের টাকা থাকতো। সেই টাকার জন্যই হয়তো তাকে ইলেকট্রিক শক দিয়ে খুন করা হয়েছে। আর দিয়ে একাধিক পোড়া ক্ষত চিহ্ন রয়েছে।
দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।