March 12, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

এক বছর সমুদ্র ট্রায়াল শেষ করার পর আজ নৌবাহিনীতে বিক্রান্ত

প্রায় এক বছর সমুদ্র ট্রায়াল শেষ করার পর আজ নৌবাহিনীতে যোগ দেবে বিক্রান্ত | প্রথমবার দেশে তৈরি হওয়া বিমানবাহি যুদ্ধজাহাজ বিক্রান্ত | আজ ভারতীয় নৌসেনার হাতে তুলে দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি | এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়া উপস্থিত থাকবেন প্রতিরক্ষা মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকরাও |

৪৫ হাজার টন ওজনের এই যুদ্ধে জাহাজ বিক্রান্তের নির্মাণের ব্যয় হয়েছে কুড়ি হাজার কোটি টাকা | ২৬২ মিটার দীর্ঘ এবং ৬২ মিটার চওড়া ভারতে নির্মিত বৃহত্তম যুদ্ধজাহাজ বিক্রান্ত | এতে মিগ-২৯ কে ফাইটার জেট এবং হেলিকপ্টার সহ ৩০ টি বিমান থাকতে পারে |