
দাম্পত্য কলহের মধ্যে আবারো জল্পনা শুরু পরীমনি ও শরিফুল রাজকে নিয়ে | কিছুদিন আগে শোনা যাচ্ছিল তাদের ডিভোর্সের কথা । ১০ই জুন ছিল বাংলাদেশের অভিনেত্রীর পরীমনি ও অভিনেতা শরিফুল রাজের ছেলে রাজ্যের জন্মের দশ মাসের সেলিব্রেশন | সেখানে একসঙ্গে কেক কাটতে দেখা যায় শরিফুল রাজ ও পরীমনিকে |
সেই ছবি সোশ্যাল মিডিয়ার ভাইরাল হতে অনুমান করা হচ্ছে, রাজ ও পরীমনির সম্পর্কের মধ্যে আবারো হয়তো ফিরে এসেছে ভালোবাসা | তবে সোশ্যাল মিডিয়া তাদের এক হওয়ার জল্পনা শুরু হতেই পরীমনি লেখেন ” আপনাদের মধ্যে অনেকের মতে আমি খুশি হয়ে যাই খবরের এসব শিরোনাম দেখে | সব ভুল আবার এক হলেন… কিন্তু সব কি আর সব সময় এক হয়? ” |
More Stories
টেলিভিশনের পর্দায় যাত্রা শুরু করেছে জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস’ সিজন ১৯
একের পর এক ঝোড়ো ব্যাটিং করছেন ‘লেডি সুপারস্টার’ শুভশ্রী গঙ্গোপাধ্যায়
টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে সমন ইডির