![](https://tvbangla.co.in/wp-content/uploads/2021/07/IMG-20210711-WA0031-1024x580.jpg)
এক অজ্ঞাত পরিচয় যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ভগবানগোলায়। ঘটনাটি ঘটেছে ভগবানগোলা থানার বুধোর কিসমত এলাকায় । মাঠের মধ্যে আমবাগান থেকে ঝুলন্ত দেহ উদ্ধার। ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। ওই যুবতীকে স্থানীয়রা কেউ চিনতে পারেনি । সকালে মাঠে কাজে গেলে পরে স্থানীয়রা ওই যুবতীর ঝুলন্ত দেহ দেখতে পাই। ঝুলন্ত দেহ দেখে সঙ্গে সঙ্গে খবর দেয় ভগবানগোলা থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ভগবানগোলা থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে প্রাথমিকভাবে ময়নাতদন্তের জন্য কানাপুকুর গ্রামীণ হাসপাতাল নিয়ে যায় পুলিশ। আত্মহত্যা না অন্যকিছু তার তদন্ত শুরু করেছে ভগবানগোলা থানার পুলিশ।
More Stories
যাত্রীচাপ সামলাতে পরিষেবা বৃদ্ধির সিদ্ধান্ত নিল মেট্রোরেল কর্তৃপক্ষ
দক্ষিণবঙ্গে শীতের ছন্দপতন
30 ডিসেম্বর সন্দেশখালি যাচ্ছেন মুখ্যমন্ত্রী