
কথায় যেন আর লাগাম পড়ছেই না। একের পর এক বিতর্কিত মন্তব্য করে ছাব্বিশের আগে বঙ্গ রাজনীতির পারদ চড়িয়েই চলেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মহিলাদের ‘বাপ, চোদ্দ পুরুষ’ তুলে আক্রমণ করার পর এবার তাঁর মুখে ‘পুতনা’ বাণ! খড়গপুরে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো মহিলাদের তুলনা করলেন মহাভারতের ‘পুতনা’ রাক্ষসীর সঙ্গে। বললেন, ”এই পুতনাদের বুকের উপর দিয়ে গাড়ি চালাব।” বুধবার নদিয়া গাংনাপুরে এক দলীয় সভায় এই মন্তব্যে করেন দিলীপ ঘোষ। তাঁর এই বচন নিয়ে ফের রাজনৈতিক মহলে স্বভাবতই সমালোচনা শুরু হয়েছে।
বুধবার নদিয়ায় দলীয় কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন দিলীপ ঘোষ। গাংনাপুরের এক সভায় বক্তব্য রাখতে গিয়ে উঠে আসে খড়গপুরে তাঁকে ঘিরে বিক্ষোভের প্রসঙ্গ। গত সপ্তাহে খড়গপুরে রাস্তা উদ্বোধনে গিয়ে মহিলাদের বিক্ষোভের মুখে পড়েন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ। তাতে মেজাজ হারিয়ে মহিলাদের উদ্দেশে ‘বাপ’, ‘চোদ্দ পুরুষ’ তুলে গালিগালাজ করেন।
More Stories
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ঢুকতে না দেওয়ায় হাইকোর্টে মামলা গায়ে
ইদের উৎসবে দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির সম্ভাবনা
জঙ্গলমহলে মানুষের সুবিধার্থে কলকাতা সঙ্গে মসৃণ করা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা