December 28, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

একসাথে ৫০ নম্বর ছবিতে জুটি বাঁধছেন প্রসেনজিৎ ঋতুপর্ণা

এবার তাদের ৫০ তম ছবিতে জুটি বাঁধছেন প্রসেনজিৎ ঋতুপর্ণা | যাদের এক ফ্রেমে দেখার জন্য হইচই পড়ে যায় অনুরাগীদের মধ্যে | এবার সেই জুটি ৫০ তম ছবি হতে চলেছে | প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটি মানে বক্স অফিসে বাম্পার | শেষ হয়েছে ছবির শুটিং |

৯ এর দশকের মাঝামাঝি প্রসেনজিৎ ঋতুপর্ণার জুটির সফর শুরু হয় | তারপর থেকে একের পর এক সুপারহিট ছবি করে চলেছেন দুজনে | তবে বহুদিন পর নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের হাত ধরে ‘প্রাক্তন’ ছবি থেকে পুনরায় যাত্রা শুরু করেন তারা | আর এবার তাদের ৫০ তম ছবি নিয়ে আসছেন টলিউডের জনপ্রিয় পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় | ছবির নাম ‘অযোগ্য’ | প্রকাশ্যে এলো ছবির এক ঝলক | আর তাতেই হইচই পড়ে গিয়েছে নেট পাড়ায় |