বর্ষবরণের রাতে পরীমনি ও শরিফুল রাজের বিচ্ছেদের কথা নিয়ে উত্তাল ছিল সোশ্যাল মিডিয়া | কিন্তু এরই মধ্যে দেখা গেল একই সঙ্গে দুবাই যাচ্ছেন তারকা দম্পতি পরিমনি ও শরিফুল রাজ | আগামী ১৫ই জানুয়ারি দুবাইয়ের আজমানের বসতে চলেছে রিয়েল হিরোস এওয়ার্ড অনুষ্ঠানের আসর | সেখানে অংশ নেবেন তারা |
সাম্প্রতিক একটি ভিডিও পোস্ট করে রাজ বলেন, “আমি ও পরীমনি দুবাই আসছি | রিয়েল হিরোজ অ্যাওয়ার্ড অনুষ্ঠানের দ্বিতীয় সিজনে আজমানে | সবার সঙ্গে দেখা হচ্ছে” |
প্রসঙ্গত কিছুদিন আগে যখন বিবাহ বিচ্ছেদ নিয়ে কথা বলেছিলেন পরিমনি | তখন মুখ বন্ধ রেখেছিলেন শরিফুল রাজ | বছরের শেষ রাতের বাড়ি ছেড়েছিলেন পরী | পরবর্তীতে তিনি জানান যে, রাজ তাকে মারধর করেন | তবে এইসবের পরই বিদেশে পাড়ি দিচ্ছেন দুই তারকা |

More Stories
আলোচনার শীর্ষে কাঞ্চন শ্রীময়ী
কন্যাসন্তান নিয়ে বিতর্কিত মন্তব্য তারকা সাংসদ কঙ্গনা রানাউত
অমিতাভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী