December 22, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

একমাস পিছিয়ে গেল আন্তর্জাতিক কলকাতা বইমেলা

করোনা আবহের মধ্যেই মেলা খোলার অনুমতি দিয়েছে রাজ্য সরকার | কিন্তু পিছিয়ে গেছে ভোট | 31 জানুয়ারির পরিবর্তে বইমেলা শুরু হচ্ছে 28 ফেব্রুয়ারি | এমনটাই জানিয়েছে মেলার আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স সাধারণ সম্পাদক |

অর্থাৎ করোনা আবহে একমাস পিছিয়ে গেল আন্তর্জাতিক কলকাতা বইমেলা | 31 শে জানুয়ারি সেন্ট্রাল পার্ক এ কলকাতা বইমেলা শুরু হওয়ার কথা | কিন্তু সেই সময় বিধাননগর এলাকায় নির্বাচনী বিধি থাকবে তার ফলে একাধিক সমস্যা তৈরি হতে পারে | সেই কথা মাথায় রেখেই পিছিয়ে গেল বইমেলা | শেষ খবর অনুযায়ী 28 ফেব্রুয়ারী থেকে শুরু হবে কলকাতা বইমেলা |