
একটি দোকানে তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল মালদহের চাঁচলের ধানগারা অঞ্চলের বালুয়াঘাট এলাকায়।স্থানীয় সূত্রে জানা গেছে,বালুয়াঘাট স্ট্যান্ডে রাফিকুল হোসেনের একটি মুদিখানার দোকান রয়েছে সোমবার রাতে দোকান বন্ধ করে বাড়ি যান দোকান মালিক।মঙ্গলবার সকালে দোকান খুলতে এসে তার চক্ষু চড়কগাছ।দোকানের তালা ভেঙে চুরি হয়েছে মুদি ভান্ডারের যাবতীয় সামগ্রী।এছাড়াও কেস বাক্সে মজুত ছিল হাজার তিনেক টাকা।সেটাও চুরি যায় বলে দাবি করছে দোকান মালিক।গোটো ঘটনার বিবরণ নিয়ে মঙ্গলবার চাঁচল থানায় লিখিত অভিযোগ জানাতে আসেন ওই দোকান মালিক।পুলিশ যেন চোরদের চিহ্নিত করে সেই দাবি তুলেছেন ওই মুদি ব্যবসায়ী।লকডাউনে কাজ হারিয়েছেন অনেকই।যে যার পেশায় নিযুক্ত ছিল,সেটাই আকড়ে ধরে রেখেছে।সেই মোতাবেক রাফিকুল হোসেনও তার ক্ষুদ্র ব্যবসাটিকে আকড়ে ধরে রেখেছিল।
একটি ছোট্ট ঘুমঠি তেই চলছির তার ব্যবসা।চোরেদের কর্মকান্ডে সেই ব্যবসাটিও টিকিয়ে রাখা দায় হয়ে পড়েছে তার।
More Stories
প্রতি বছরের মতো এবারও জনযন্ত্রণায় ঘাটালবাসী
নিম্নচাপের জোড়াফলায় গত কয়েকদিন ধরে বৃষ্টিতে ভাসছে বাংলা
দক্ষিণবঙ্গে ফের গরমে হাঁসফাঁস দশা